এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে। দিনের ম্যাচে সবগুলোতেই বড় সংগ্রহ লক্ষ্য করা গেছে। রাতের খেলায়ও পিচ ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ ছিল না। টি-টোয়েন্টির জন্য এমন উপযোগী পিচে এখন পর্যন্ত সবচেয়ে ভালো পারফর্ম করেছে রংপুর রাইডার্স।
এবারের বিপিএলে নিজেদের প্রথম ৩ ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে রংপুর। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও বড় জয় পায় নুরুল হাসান সোহানের দল। আজ (২ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে উড়িয়ে দিয়েছে তারা। আর তাতে প্রথম ম্যাচের পর দখল করা শীর্ষস্থান আরও মজবুত করেছে সোহানের দল।
রংপুর ৩ ম্যাচে জয় পেয়ে গেলেও তিনটি দল এখন পর্যন্ত ম্যাচই পেয়েছে একটি করে। তাদের মধ্যে খুলনা টাইগার্স একটিতে জিতেই টেবিলের দ্বিতীয় স্থানে। একমাত্র ম্যাচে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে তারা। দুটি করে ম্যাচ খেলা দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের পয়েন্টও খুলনার সমান ২ করে। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে খুলনা; তিনে রাজশাহী আর চারে বরিশাল।
আরও পড়ুন: তারকাসমৃদ্ধ বরিশাল রংপুরের কাছে পাত্তাই পায়নি
দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের পাঁচে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ঝলক দেখাতে পারেনি নবাগত দলটি। একটি করে ম্যাচ খেলে হেরেছে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। টেবিলের ছয়ে আছে সিলেট এবং সাতে চিটাগাং।
বিপিএলের পয়েন্ট টেবিল:
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রানরেট |
রংপুর রাইডার্স | ৩ | ৩ | ০ | ৬ | ২.০১৮ |
খুলনা টাইগার্স | ১ | ১ | ০ | ২ | ১.৮৫০ |
দুর্বার রাজশাহী | ২ | ১ | ১ | ২ | ০.০৫২ |
ফরচুন বরিশাল | ২ | ১ | ১ | ২ | -০.৭৯৭ |
ঢাকা ক্যাপিটালস | ২ | ০ | ২ | ০ | -১.৫৬৯ |
সিলেট স্ট্রাইকার্স | ১ | ০ | ১ | ০ | -১.৭০০ |
চিটাগাং কিংস | ১ | ০ | ১ | ০ | -১.৮৫০ |