মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলইডি স্ক্রিন আর জমকালো আলোর খেলার মাঝে প্রকাশ করা হয় বিপিএলের থিম সং। গানে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র্যাপার হান্নান হোসাইন শিমুল।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবাক করা তথ্য দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম...(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’
আরও পড়ুন: দুর্বার রাজশাহী শিবিরে যোগ দিলেন ওমানের পেসার
‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’
থিম সং ও গ্রাফিতি প্রকাশ অনুষ্ঠানে বড় পর্দায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও স্লোগান তুলে ধরা হয়।
আরও পড়ুন: বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ এর নকশায় যা বলা হয়েছে
আগামী বছরের ২ জানুয়ারি দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে একাদশ বিপিএলের পর্দা উঠবে। ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে নামবে দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির পর্দা।
]]>