বিপিএলের উদ্বোধনীতে কেন ট্রফি দেখানো হয়নি?

২ সপ্তাহ আগে
নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলা। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিপিএলের। একই দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস।

দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, এক যুগ পার হলেও এখনো বিতর্ক এড়াতে পারেনি টুর্নামেন্টটি। প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকবেই, এবারও তার ব্যতিক্রম নয়। উদ্বোধনী দিনেই জন্ম দিলো নতুন এক বিতর্কের।   

 

ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ উন্মোচনের রেওয়াজ থাকলেও বিপিএলে দেখা গেলো তার উল্টো চিত্র। বিদেশ থেকে নির্ধারিত সময়ে এসে পৌঁছায়নি ট্রফি, যে কারণে ট্রফি ছাড়াই শুরু হয়েছে এবারের আসর। 

 

আরও পড়ুন: সিলেট পর্বে দলের সঙ্গে থাকছেন না সৌম্য

 

বিপিএলের এবারের আসর শুরু হয়েছে বেশ সাদামাটা আয়োজনে। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় পূর্বনির্ধারিত বড় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন বা ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠিত হয়। কিন্তু বিদেশ থেকে ট্রফি এসে না পৌঁছানোয় গতকাল সেই আনুষ্ঠানিকতাও হয়নি। 

 

ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। খেলা শুরুর আগে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর হাজারো বেলুন উড়িয়ে বিপিএলের দ্বাদশ আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

 

আরও পড়ুন: পুরো বিশ্বে যেভাবে দেখা যাবে বিপিএল

 

এদিকে নতুন করে ২৫ হাজার ডলার খরচ করে ট্রফি আমদানি করা হচ্ছে। যে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি দেখানো যায়নি। তবে একটা আয়োজন করেই ট্রফি উন্মোচন করা হবে। এবারের বিপিএলের ট্রফিটি বানিয়েছে দুবাইয়ের কোম্পানি। 

 

প্রথম ম্যাচেই সিলেটের উইকেটে রান হয়েছে, আগে ব্যাট করে ১৯০ রান করে সিলেট টাইটান্স। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের আশা, সবগুলো ভেন্যুতেই সিলেটের মতো উইকেট হবে। তিনি বলেন, ‘সবগুলো ভেন্যুতেই সিলেটের মতো উইকেট হবে আশা করি।’

]]>
সম্পূর্ণ পড়ুন