বিপিএলে সিলেট পর্বের টিকিট পাবেন যেভাবে

৬ দিন আগে
বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়- https://www.gobcbticket.com.bd. তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট।

বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ৬-১৩ জানুয়ারি। এই সময় ১২টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য টিকিট পাওয়া যাবে সিলেট শহরের তিনটি বুথ থেকে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।


আরও পড়ুন: হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস 


সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

 

গ্যালারি টিকিট মূল্য
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১৫০
পশ্চিম গ্যালারি ১৫০
গ্রিন হিল অ্যারিয়া ১৫০
পূর্ব গ্যালারি ২৫০
ক্লাব হাউজ ৫০০
জিরো ওয়েস্ট জোন ৬০০
গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০
]]>
সম্পূর্ণ পড়ুন