বিপিএলে মাশরাফীর খেলা নিয়ে আশাবাদী সিলেট কর্তৃপক্ষ

৩ সপ্তাহ আগে
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সামগ্রিক অবস্থা কিছুটা জটিল হলেও, আসন্ন বিপিএলে মাশরাফীর খেলতে কোন বাধা দেখছেন না তার ফ্র্যাঞ্চাইজি, সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার। তবে ম্যাশের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কিত তিনি। আসন্ন বিপিএলে সিলেট নিয়ে বড় স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজছে, সদ্য সমাপ্ত এলসিএলে সুরমা পাড়ের দলটির চ্যাম্পিয়নশিপ থেকে।

একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি, সঙ্গে আছে শঙ্কাও। বিপিএলের অন্যতম সফল অধিনায়ক, তবুও পরিবর্তিত পরিস্থিতে তাকে নিয়ে কতই-না গুঞ্জন।

 

মাশরাফী সঙ্গে সিলেটের হৃদ্যতা পুরোনো। তার অধিনায়কত্বেই এক মৌসুমে আগেও স্ট্রাইকার্স খেলেছিল ফাইনাল। কিন্তু সাবেক সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের পাশাপশি প্রশ্ন উঠেছে বিপিএলে মাশরাফীর খেলা নিয়ে। যদিও আশাবাদীর দলে তার ফ্র্যাঞ্চাইজি। ম্যাশের খেলতে দেখছেন না কোন বাঁধা।

 

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার বলেন, ‘মাশরাফী ড্রাফটে ছিল। আমরা ড্রাফট থেকে নিয়েছি। যেহেতু ড্রাফটে ছিল, আমরা চেয়েছি যে ওকে দলে ধরে রাখতে। ড্রাফট যেহেতু সাম্প্রতিক সময়ের, সুতরাং এটা বিসিবির কল। ড্রাফটে ছিল বলেই ওকে আমরা নিয়েছি।’

 

আরও পড়ুন: বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

 

তবে এক্ষেত্রে ফিটনেস হতে পারে দেয়াল। কারণ ম্যাশ সবশেষ মাঠে নেমেছিলেন তাও পার হয়েছে প্রায় মাস সাতেক। গেল বার আনফিট মাশরাফীকে খেলিয়ে কম সমালোচনা পোহাতে হয়নি সিলেট স্টাইকার্সের।

 

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান বলেন, ‘তার খেলা ফিটনেসের উপর নির্ভর করছে। যদি সে ফিট থাকে, সে মাঠে থাকবে। সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কোচরাও আছেন। সে পারফর্মার, পারফর্ম করতে চায়। সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমি এটা তার উপর ছেড়ে দিচ্ছি।’

 

তবে এসব শঙ্কা পাশ কাটিয়ে মাঠের ক্রিকেটেই মনোযোগ স্ট্রাইকার্সের। কখনই শিরোপা জিততে না পারা ফ্র্যাঞ্চাইজিটি এবার অনুপ্রেরণা খুঁজছে এনসিএলে প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হওয়ায়।

 

এ বিষয়ে মাহিন বলেন, ‘জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার বিষয়। এখানকার অনুপ্রেরণা আমরা কাজে লাগাব বিপিএলে।’

 

আরও পড়ুন: বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ এর নকশায় যা বলা হয়েছে

 

কোচিং প্যানেলে এবারও দেশি ইমন-রাসেলদের প্রতি ভরসা রাখছে সিলেট। স্কোয়াডকে আরও শক্তিশালী করতে কথা চলছে একাধিক বিদেশি ক্রিকেটারের সঙ্গে।

]]>
সম্পূর্ণ পড়ুন