নতুন মৌসুম শুরুর আগের দিন বদলে গেল দেশের শীর্ষ ফুটবল লিগের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা হয়। তাদের মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিকেলে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন। এই নিয়ে চতুর্থবার দেশের এই পেশাদার লিগের নাম পরিবর্তন করা হলো।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চাওয়ায় ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ চালু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুতে এই লিগের নামকরণ করা হয় বি লিগ। কিন্তু ২০০৮ সালে কাজী সালাহউদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ার পর নতুন করে এই লিগের নামকরণ হয় বাংলাদেশ লিগ।
আরও পড়ুন: ব্রাদার্সের ভুলে প্রথম লেগে খেলতে পারবেন না এলিটাসহ চার ফুটবলার
২০১১ সালে আবার এই লিগের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)। দীর্ঘ ১৪ বছরে ধরে এই নামেই পরিচালিত হয়ে আসছিল দেশের ফুটবলের এই শীর্ষ লিগ।
দীর্ঘদিন থেকেই এই পেশাদার ফুটবল লিগের নাম পরিবর্তনের দাবি দেশের ক্রীড়াপ্রেমীদের। মূলত দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে নাম মিলে যাওয়ায় ইন্টারনেটে সার্চ দিলে গোলমেলে অবস্থায় পড়তে হয় ক্রীড়াপ্রেমীদের। এই কারণের পাশাপাশি ঘরোয়া ফুটবল লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্যও নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। নাম বদলের পাশাপাশি লোগোতেও পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুন: বয়স কম হওয়ায় ব্যালন ডি'অর জেতেনি ইয়ামাল: তেবাস
আগামীকাল (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ভেন্যুতে শুরু হচ্ছে নতুন নামে পুরনো পেশাদার লিগ। খেলা মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে এই পরিবর্তন হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার আর বোর্ড বানানোর তোড়জোর চলছে। এমনকি এখন পর্যন্ত নতুন স্পন্সরের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের বিগত কয়েকটা আসরে স্পন্সর হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। নতুন স্পন্সরের সঙ্গে বাফুফের মার্কেটিং কমিটির আলোচনা চূড়ান্ত পর্যয়ে বলে জানা গেছে।
]]>