বিনিয়োগকারীদের সুখবর দিলো ডেসটিনি-২০০০

৪ দিন আগে
বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দীর্ঘ এক যুগ বন্ধ থাকা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেড।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানিটির ‘২৫ বছরে পদার্পণ’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেন কোম্পানিটির পর্ষদ সদস্যরা।


অনুষ্ঠানে ১৯ সদস্যের পর্ষদের বেশিরভাগই উপস্থিত ছিলেন। পর্ষদে ১২ জন হচ্ছেন শেয়ারহোল্ডার পরিচালক।
 

 সদস্যরা বলেন, সম্পদ বিক্রি করে নয়, ব্যবসা করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া হবে।
 

নতুন করে ব্যবসায় ফেরার ঘোষণা দিয়ে তারা বলেন, যত টাকা আত্মসাৎ হয়েছে বলে বলা হয়, তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেসটিনির। তাই এত বছরেও গ্রাহকরা হাল ছাড়েননি। ব্যবসা করবেন বলে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন।


কারাগারে থাকা কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমীনের মুক্তি দাবি করে বক্তারা বলেন, ৫ আগস্টের পর অনেক মামলা শেষ হয়ে গেলেও রফিকুল আমীনের বিরুদ্ধে হওয়া মামলা এখনও রয়ে গেছে।
 

আরও পড়ুন: জেলেই থাকতে হচ্ছে ডেসটিনির এমডি রফিকুলকে, মেলেনি জামিন


স্বতন্ত্র পরিচালক আহমেদ মুশফেক আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদালতের নিয়োগ করা ডেসটিনি ২০০০–এর চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।


অভিযোগ হয়েছে, ডেসটিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এর সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন।


এ ছাড়া ঋণপত্র (এলসি) ব্যবহার করে তারা ৫৬ কোটি ১৯ লাখ টাকার পাশাপাশি ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার পাচার করেন। গত ২৮ নভেম্বর ট্রি প্ল্যান্টেশন সংক্রান্ত মামলার রায় হওয়ার দিন ধার্য থাকলেও আদালত ১৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন