৩৭৪ কোটি ৩৭ লাখ টাকা দৈনিক লেনদেনে প্রথম কার্যদিবস পার করার পর ৩১৩ কোটি ৬৬ লাখ টাকায় গত সপ্তাহে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মন্দের ভালো-আগের সপ্তাহের মতো একদিনও লেনদেন নামেনি ২শ' কোটি টাকার ঘরে। শেষ দিনে সাড়ে ১৮ শতাংশের বেশি প্রধান সূচক কমলেও পুরো সপ্তাহের যোগফলে ডিএসইএক্সে যোগ হয়েছে ১৫.১৭ পয়েন্ট।
সপ্তাহ ব্যবধানের ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন খানিকটা বাড়লেও আধিপত্য দেখিয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে প্রথম ৩টি প্রতিষ্ঠানই জেড ক্যাটাগরির আর পরের দুইটি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির।
দর বৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির তালিকায় 'এ' ক্যাটাগরির কোন কোম্পানি জায়গা না পেলে দাম কমতি তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মানের মানে 'এ' ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে ৩টি।
আরও পড়ুন: ঢাকার পুঁজিবাজারে বাজার মূলধন বাড়ল আরও ২৭৯১ কোটি টাকা
খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে, গত সপ্তাহেও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের টেনেছে ব্যাংক খাতের ৩৬ প্রতিষ্ঠান। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন ৭৮ শতাংশের বেশি বেড়ে ঠেকেছে প্রায় ৬৫ কোটি টাকায়।
জ্বালানি খাতের ২৩ প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন প্রায় ২১ শতাংশ বেড়ে ১৬ কোটি ৭৯ লাখ টাকায়, সবচেয়ে বেশি বেড়েছে তালিকাভুক্ত ৬ ট্যানারির দৈনিক গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে ১৩৫ শতাংশের বেশি বেড়েছে ঠেকেছে ৪ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে সিমেন্ট, প্রকৌশল, পাট, ফার্মা-কেমিকেলসহ ৫ ক্যাটাগরির প্রতিষ্ঠানের।
]]>