স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের করা এ জরিপের ফল বিশ্লেষণে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ তথ্য পাওয়া গেছে।
জরিপের ফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) পাওয়া যাবে।
জরিপের ১২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল -- ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪ ধারায় পুলিশকে প্রদত্ত বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতাকে কি আপনি একটি সহজে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন?
আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম ছাব্বিরের জামিন শুনানি ১২ ডিসেম্বর
এর উত্তর দেন ২৪ হাজার ৪৪২ জন, যার মধ্যে ২০ হাজার ১৬৯ জন এটিকে সমর্থন করেন। অর্থাৎ, ৮২.৫ শতাংশ মানুষ বিনা ওয়ারেন্টে পুলিশের গ্রেফতার করার ক্ষমতাকে সমর্থন করেন না।
আর ১৭.৫ শতাংশ বা ৪ হাজার ২৭৩ জন উত্তরদাতা বিনা ওয়ারেন্টে পুলিশের গ্রেফতার করার ক্ষমতাকে সমর্থন করেন।