বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমানের ফুটেজ বিবিসির হাতে!

১৩ ঘন্টা আগে
বিবিসি ভেরিফাই দাবি করেছে যে, তারা তিনটি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি-নির্মিত রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে।


একটি ক্লিপে - বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যাচ্ছে।


এটি আরও জানিয়েছে, তারা একই স্থান থেকে রাতে ধারণ করা আরও দুটি ক্লিপ খুঁজে পেয়েছে। যার একটিতে মাঠে ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, অন্যটিতে একটি প্রজেক্টাইল আকাশে আগুন ধরে যায় এবং তারপর একটি খোলা মাঠে পড়ে এব তাতে আগুন ধরে যায়। 

 

আরও পড়ুন:৩টি ভারতীয় ঘাঁটিতে হামলার খবর ‘ভিত্তিহীন’ দাবি পাকিস্তানের 


সিবিলাইন নামে ঝুঁকিপূর্ণ গোয়েন্দা সংস্থা পরিচালনাকারী সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাইকে বলেন, ‘ধ্বংসাবশেষটি মিরাজ ২০০০ এবং রাফালে যুদ্ধবিমান উভয় ক্ষেত্রেই ব্যবহৃত একটি ফরাসি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে।’


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে একটি লেজের পাখনা দেখা যাচ্ছে যার উপর ‘BS001’ এবং ‘রাফাল’ লেখা আছে। গুগল রিভার্স ইমেজ সার্চে ছবিটির কোনো পুরনো সংস্করণ দেখা যায়নি।

 

২২ এপ্রিল পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। বেশ কয়েকদিন ধরে পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়ার পর অবশেষে বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। 

 

আরও পড়ুন:পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ভারতের

 

সূত্র:ডন

]]>
সম্পূর্ণ পড়ুন