বিদ্যালয়ে যোগ্য ব্যক্তিকে সভাপতি করার দাবিতে মানববন্ধন

২ সপ্তাহ আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে একজন যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের বেহাল দশার জন্য অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত পূর্বের কমিটিই দায়ী। এখন আবার এমন ব্যক্তিকে সভাপতি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ ওঠে।

 

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, ‘ভবনের অবস্থা জরাজীর্ণ। শ্রেণিকক্ষ সংকট রয়েছে। ১১ জন শিক্ষকের স্থলে মাত্র ৬ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মৃধা নিজের ইচ্ছামতো অযোগ্য লোকদের দিয়ে কমিটি পরিচালনা করেছেন, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

 

আরও পড়ুন: গাংনী ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

 

বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা চাই একজন সৎ, যোগ্য এবং শিক্ষানুরাগী ব্যক্তি সভাপতি হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’

 

এক অভিভাবক মালেক প্যাদা বলেন, বর্তমানে বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে। ক্লাস ঠিক মতো হয় না, প্রয়োজনীয় শিক্ষক নেই। আবার যদি অযোগ্যদের কমিটিতে নেয়া হয়, তাহলে এই এলাকায় শিক্ষার আলো নিভে যাবে।’

 

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মৃধা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ের সব কার্যক্রম নিয়ম মাফিক চলছে এবং চলবে।’

 

আরও পড়ুন: ছাত্র সমন্বয়কদের ওপার হামলার প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

 

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘কমিটি গঠন হয়েছে কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে স্নাতক ডিগ্রিধারী ও শিক্ষানুরাগী ছাড়া কাউকে রাখার সুযোগ নেই। বিষয়টি নজরদারিতে রাখা হবে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন