এক কথায় বলতে গেলে, গল টেস্টে বাংলাদেশের বোলিংয়ের অনেক বড় প্রাপ্তি ছিলেন নাঈমের বোলিং। মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিতে ডানহাতি অফস্পিনারের ভূমিকাটা দারুণভাবে পালন করেছেন তিনি। বিদেশের মাটিতে এমন বোলিংয়ে নিজেকে প্রমাণও করেছেন দারুণভাবে। তবে এমন অনবদ্য পারফরম্যান্সের পরেও কলম্বো টেস্টের একাদশ থেকে বাদ পড়ার শঙ্কায় আছেন নাঈম।
কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা এখনও স্পষ্ট নয়। হেড কোচ সিমন্সের মতে, উইকেট দেখে সিদ্ধান্ত হবে ৩ পেসার হবে নাকি ৩ স্পিনার। উইকেট স্পিন সহায়ক হলে হয়তো একাদশে থাকতে পারেন নাঈম, কিন্তু ৩ পেসার নিয়ে খেললে ছিটকে যেতে পারেন এই স্পিনার।
বাঁহাতি স্পিনার হওয়ায় তাইজুল ইসলামের জায়গা অনেকটা পাকা। ডানহাতি স্পিনারের যেই কোটায় খেলেছিলেন নাঈম, সেখানে এখন ফেরত এসেছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞতা কিংবা স্কিল- যেকোনো বিচারেই নাঈমের চেয়ে এগিয়ে থাকবেন মিরাজ। তাই ৩ স্পিনার নিয়ে না খেললে বাদ পড়তে পারেন নাঈমই।
প্রসঙ্গটা এসেছে আজ (২৪ জুন) সংবাদ সম্মেলনেও। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি কোচ ফিল সিমন্স। তার বক্তব্য অনেকটা এমন, দলের জন্য যদি নাঈমকে বাদ দিতে হয় সেটাই করবেন।
সিমন্স বলেন, ‘উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছে নাঈম। তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্তই নিব। দল ভালো আছে। প্রস্তুতি বেশ ভালো। ঢাকাতেই ওরা ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছে। মানসিকভাবেও ভালো আছে।’
আরও পড়ুন: শান্তকে নিয়ে শঙ্কা নেই, আবারও সুযোগ পাচ্ছেন বিজয়
তবে মিরাজের জায়গা যে অনেকটা পাকা, সেটার ইঙ্গিত দিয়েই রেখেছেন সিমন্স, ‘সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’ এখন মিরাজ ফিরলে নাঈম থাকেন কিনা, সেটাই দেখার বিষয়।
এদিকে, টানা ব্যর্থতার পরেও বাংলাদেশের পরবর্তী ম্যাচের একাদশে এনামুল হক বিজয়কে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। গল টেস্টের স্মৃতি ভুলে ঘরোয়া ক্রিকেটের ফর্মে ফিরবেন এই ক্রিকেটার, এমনটাই বিশ্বাস কোচের।
তিনি বলেন, 'সে মাত্রই টেস্ট ক্রিকেটে ফিরেছ। জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই করেছে। একটি টেস্টেই শুধু ভালো করতে পারেনি। এটুকু দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। সে ভালো ফর্মে আছে। সেও জানে মাত্র দুটো ইনিংস বাজে গেল। আশা করি পরের ইনিংসেই ঘুরে দাঁড়াবে।'
এদিকে, আঙুলে চোট পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ফিট আছেন বলে জানিয়েছেন কোচ। কলম্বো টেস্টের দলে যথারীতিই থাকছেন তিনি।