সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন মতে, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তার কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে বাঘের গালিবাফ বলেন, ‘(বিদেশি হস্তক্ষেপ হলে) ওরা পুরো অঞ্চলকে আগুনে জ্বলতে দেখবে।’
এই বক্তব্যের মাধ্যমে ইরানের সংসদ স্পিকার আবারও বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা এবং তার জবাবে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে কঠোর বার্তা দিলেন।
আরও পড়ুন: ইরানে খামেনি-বিরোধী বিক্ষোভে ভারতীয়রা? যা বললো তেহরান
এর আগে সংসদ স্পিকারসহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
এদিকে, এদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাজধানী তেহরানে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর (সরকারপন্থি) জমায়েত দেখা যায়। সেখানে বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’, ‘ইসরাইলের মৃত্যু হোক’ এবং ‘আল্লাহর শত্রুদের মৃত্যু হোক’-সহ নানা স্লোগান দেন।
সরাসরি সম্প্রচারে, সেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণও দেখা যায়।
একই সঙ্গে কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরে ‘সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা’ জানিয়ে সরকারপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো এসব সমাবেশকে ‘আমেরিকান-জায়নিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি জনগণের অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·