নেপাল প্রিমিয়ার লিগে ডাক পাওয়ার কথা নাঈম শেখ আগেই জানিয়েছিলেন। তবে এবার তিনি নিজেই খোলাসা করলেন যে কেন সেই লিগ খেলতে যাননি। মূলত সে সময় চলছিল এনসিএলের চারদিনের সংস্করণ। তার আগে এনসিএল টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাছাড়া পারিশ্রমিকের কথাও তাকে ভাবতে হয়েছে, সব চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত নেপালের লিগে খেলতে যাননি নাঈম।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রাম রয়েলসের কাছে হারল সিলেট টাইটান্স
রোববার (৪ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পায় চট্টগ্রাম রয়্যালস। এ ম্যাচে ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছেন নাঈম শেখ।
সিলেটে এ দিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ওপেনিংয়ে খেলতে নেমে দলকে বিপদে ফেলে ৫ রানেই আউট হয়ে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর দলীয় ২৬ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে সিলেট। শেষ পর্যন্ত আজমতউল্লাহ’র ৪৪ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে সিলেট।
আরও পড়ুন: মালিকানা-ঝামেলার মধ্য দিয়ে আসা চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের শীর্ষে
জবাব দিতে নেমে নাঈম শেখ ও রসিংটনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। নাঈম ৫২ রানে আউট হলেও ৭৩ রানে অপরাজিত ছিলেন রসিংটন। জয়ের পর সংবাদ সম্মেলনে নাঈম জানান, নেপালের লিগে খেলে আসায় চট্টগ্রামের সতীর্থ অ্যাডাম রসিংটন বাংলাদেশের কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছেন।
তিনি বলেন, ‘এক্স্যাক্টলি, একমত আপনার সাথে। ওর সাথে কথা বলছিলাম ওখানকার উইকেট কন্ডিশন কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল, এনসিএলের কারণে যেতে পারিনি। ও বললো উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·