পেশায় ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রোববার (২২ ডিসেম্বর) হন্যে হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পাননি চাহিদামতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে তার বিদেশযাত্রা।
তিনি বলেন,
ব্যাংক থেকে বলা হয়েছে, কার্ড এনডোর্স করে নিতে হবে। তাদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জে গেলে বলা হচ্ছে, তাদের কাছেও ডলার নেই।
শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। সহিদুল্লাহ নামে একজন বলেন, ‘ব্যাংকে গিয়ে ডলার পাইনি। পরে মানি এক্সচেঞ্জে আসলাম। এখানে ১২৭ টাকা ৩০ পয়সা করে চাচ্ছে।’
আরও পড়ুন: আরও তলানিতে নামলো ভারতীয় রুপির মান
রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায়, ডলার ক্রয়মূল্য ১২০ টাকা, আর বিক্রয় মূল্য ১২১ টাকা লিখা আছে। তবে সর্বোচ্চ ১২৭ টাকা ৩০ পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জামান বলেন, ‘ক্রলিং পেগ ডেট দেয়ার মধ্যে ১২১ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এর আগে ১১৯ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। তখন সংকট ছিল। কমবেশি লেনদেন হয়েছে। কিন্তু এ মুহূর্তে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে প্রয়োজনের চেয়ে বেশি নিতে চাইলে আমার পক্ষে দেয়া সম্ভব না। আমি না পেলে তো দিতে পারবো না।’
আরও পড়ুন: রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
আগস্টে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম ১২০ টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই-অক্টোবরে বছর ব্যবধানে এক শতাংশ বেড়েছে আমদানি ব্যয়। এদিকে, রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবও পড়ছে ডলারের দামে।
গত বুধবার (১৮ ডিসেম্বর) দেশে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৯৫ বিলিয়ন ডলার।
]]>