'বিটিসিএল টেলিকম অফিসার্স এসোসিয়েশন'-এর আত্মপ্রকাশ

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে 'বিটিসিএল টেলিকম অফিসার্স এসোসিয়েশন'।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জয়নাল আবেদীন রনি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।


সংগঠনটি বিটিসিএলকে একটি গতিশীল ও প্রযুক্তিনির্ভর আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে।


নবগঠিত সংগঠনের নেতারা জানিয়েছেন, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত, সময়োপযোগী নীতি প্রণয়নে পরামর্শ প্রদান এবং দেশের ডিজিটাল রূপান্তরে বিটিসিএলের ভূমিকা আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। তারা আরও প্রতিশ্রুতি দিয়েছেন- ব্যক্তিপূজা বা রাজনৈতিক লক্ষ্যকে প্রাধান্য না দিয়ে পুরোপুরি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করবে এই সংগঠন।


আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই সংগঠন পেশাগত উৎকর্ষ ও প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে শিগগিরই অভিনব ও ফলপ্রসূ কার্যক্রম হাতে নেবে।

]]>
সম্পূর্ণ পড়ুন