বিজয়ের দিন দেশে ফিরবেন ভারতে বন্দি ৮ বাংলাদেশি

১৮ ঘন্টা আগে
বিজয়ের দিন দেশে স্বজনদের কাছে ফিরবেন বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৮ নাগরিক। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুরক্ষা সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তির তথ্যমতে দেশে ফেরত আনার প্রক্রিয়ায় থাকা আটজনের মধ্যে খুলনার বাসিন্দা ৭ জন, আরেকজনের বাড়ি বাগেরহাট।

 

খুলনার সাত জনের মধ্যে রয়েছেন মো. রাজু মল্লিক, পিতা: ছরোয়ার মল্লিক; হালিমা খাতুন, পিতা: সোবহান আলী; তামিম মল্লিক, পিতা: রাজু মল্লিক; মো. জাহিদুল ইসলাম, পিতা: মো. মোহর আলী শেখ; মো. মাহাবুর মাতুব্বার, পিতা: কালাম মাতুব্বার; আমিন মল্লিক, পিতা: আব্দুল আজিম মল্লিক; ইব্রাহিম মল্লিক, পিতা: রাজু মল্লিক। আর বাগেরহাটের একজন হলেন মো. মাথিম হাওলাদার, পিতা: মো আবুল হাওলাদার

 

সুরক্ষা সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান, বাংলাদেশি আট জন বিভিন্ন সময় ভারতে পাচার হয়। ভারতের বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয় তারা। পরে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে তাদের বন্দি জীবন কাটাতে হয়।

 

আরও পড়ুন: মানব পাচার চক্রের নৃশংসতার রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা যাত্রীরা

 

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর ভোর পাঁচটায় ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে ওই আট জনকে চেন্নাইয়ে আনা হবে। পরে চেন্নাই থেকে ১টা ১৫ মিনিটে তাদের ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রাত ৮টার দিকে তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানান সৈয়দ খায়রুল আলম। 

]]>
সম্পূর্ণ পড়ুন