বিজয় দিবসে হিলি বন্দরে বন্ধ আমদানি-রফতানি

৩ সপ্তাহ আগে
মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ রয়েছে হিলি পানামা পোর্টলিং লিমিটেডের পণ্য লোড-আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম।

তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

 

বাংলা হিলি সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

 

আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।

 

 

 

 

 

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন