বিজয় দিবসে রাজধানীতে ইসলামী আন্দোলনের জমায়েত ও পতাকা র‌্যালি

৩ সপ্তাহ আগে
বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জমায়েত ও পতাকা র‍্যালি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ কর্মসূচি আয়োজন করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

রোববার (১৫ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ববরণকারী বীর যোদ্ধারাও পতাকা র‌্যালিতে অংশ নেবেন।

 

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

 

র‌্যালি পূর্ব জমায়েতে প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়াও দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম ও উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে আগামীকালের বিজয় র‌্যালি সফল করার জন্যে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন