বিজয় দিবসে মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা

৩ সপ্তাহ আগে
বিজয় দিবসের দিন মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ১৬ ডিসেম্বর ২০২৪ মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে।  

 

ওই বার্তায় আরও জানানো হয়, বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। তবে ঢাবি স্টেশনে যাত্রাবিরতি না থাকায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

এরআগে, ৮ ডিসেম্বর ঢাবি প্রক্টর মাকসুদুর রহমান জানিয়েছিলেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে বিজয় দিবসের দিন ঢাবি স্টেশনটি বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: মেট্রোরেলের যে স্টেশন চারদিন বন্ধ থাকবে

 

তিনি আরও বলেছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ ডিসেম্বর বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। 

]]>
সম্পূর্ণ পড়ুন