বিজয় দিবসে বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা

৪ সপ্তাহ আগে
বিজয় দিবসে ক্রীড়াঙ্গনে সাবেক ফুটবলারদের মিলনমেলা। প্রীতি ফুটবল ম্যাচে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের নারী ফুটবলাররা। সাফল্য পেলেও, বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশিত সুযোগ সুবিধা না পাওয়া কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী-পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা।

বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস। চারদিকে লাল-সবুজের সমারোহ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এবারের বিজয় নারী ফুটবলারদের কাছে একটু আলাদা। প্রথমবারের মতো বিজয় উদযাপনে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সুযোগ হয়েছে খুশি, সুখি, রুমকিদের। দেশের নারী ফুটবলের শুরুটা হয়েছিলো যাদের হাত ধরে, সেই সাবেকরা রোমাঞ্চিত এমন আয়োজনের অংশ হতে পেরে। 

 

কেউ খেলা ছেড়েছেন দশ বছর আগে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। তবে, ফুটবল তাদের হৃদয়ের পুরোটা জুড়ে আছে। দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণের স্পন্দন ফিরিয়েছে নারী ফুটবল। তবে, স্বাধীনতার ৫৪ বছরেও, নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী -পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। 

 

আরও পড়ুন: আইনি লড়াইয়ে পিএসজিকে পরাস্ত করে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছেন এমবাপ্পে

 

এই ব্যতিক্রমী আয়োজন নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সাবেক নারী ফুটবলার মাহমুদা খাতুন অদিতি। তিনি বলেন, ‘এই প্রথম বিজয় দিবসে আমাদের জন্য ম্যাচ আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছে। আমরা যারা একসময় মাঠে ছিলাম, তাদের জন্য এটা শুধু একটি ম্যাচ নয়, এটা স্মৃতির জায়গা।’ 

 

নারীদের ম্যাচের পর অনুষ্ঠিত হয় সাবেক পুরুষ ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। ৪৫ মিনিটের সেই ম্যাচে সবুজ দল ৪-২ গোলে হারায় লাল দলকে। বয়সের ছাপ থাকলেও মাঠে ছিল অভিজ্ঞতার ঝিলিক। লাল দলের ওয়ালী ফয়সালের বাঁ-পায়ের ফ্রি-কিক কিংবা সবুজ দলের জাহিদ হাসান এমিলির পারফরম্যান্স মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। 

 

আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা— পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

 

ম্যাচ শেষে জাহিদ হাসান এমিলি বলেন, ‘বিজয় দিবসে মাঠে নামা মানেই আলাদা অনুভূতি। আজকের দিনটাকে আরও বিশেষ করেছে মেয়েদের ম্যাচ। নারী ফুটবলারদের এই স্বীকৃতি অনেক আগেই প্রাপ্য ছিল।’ 

 

বিজয়ের উৎসবে ফুটবলের মেলায় বরাবরের মতো এবারো হাজির আরমান মিয়া, এমিলি, বিপ্লব ভট্টাচার্য্য থেকে শুরু করে একঝাঁক সাবেক তারকা। লাল সবুজ দুই দলে ভাগ হয়ে মেতে ওঠেন ফটুবলের আনন্দে। ২০০৩ সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য নেই ছেলেদের ফুটবলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলির কাছে বিজয় মানে সাফের শিরোপা। বিজয় মানে এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। 

 

শুধু আয়োজনে সীমাবদ্ধ নয়, বিজয়ের দিনে ক্রীড়াঙ্গনের সব সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন।

]]>
সম্পূর্ণ পড়ুন