বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না জানতে চেয়ে ৫ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী এ নোটিশ পাঠান।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান রিগ্যান, রবিউল আহমেদ, মো. জাকির হায়দার, আল রেজা মো. আমির এবং এ.এইচ.এম. আনামুল হকের পক্ষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদি আজ একটি ডিমান্ড ফর জাস্টিস নোটিশ জারি করেছেন।
নোটিশটি পাঠানো হয়েছে-সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট; সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ); এবং সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) কাছে।
আরও পড়ুন: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বিজেএসএ একাধিকবার প্রশাসনিক বিষয়ে প্রকাশ্য বিবৃতি এবং প্রেস রিলিজ জারি করেছে, যা বিচারকের Code of Conduct লঙ্ঘন করে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা ও জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ইউরোপীয় সংসদের সমালোচনামূলক রেজুলেশন, ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে সুপ্রিম কোর্টের সভাপতির অন্তর্ভুক্তির প্রতিবাদ বিষয়ে, ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন প্রস্তাব, ১৯ মে ২০২৫ তারিখে নির্দিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ১৪ অক্টোবর ২০২৫ তারিখে অ্যাটর্নি জেনারেল অন্তর্ভুক্তি সংক্রান্ত বিজেএসএ-এর বিবৃতি উল্লেখযোগ্য।
নোটিশে বলা হয়েছে যে, এই ধরনের প্রকাশ্য বিবৃতি বিজেএসএ’র পেশাগত সীমারেখা অতিক্রম করে, বিচারকের স্বাধীনতা ও জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করে এবং Code of Conduct-এর ধারা (1), (2), (3), (4), (7), (15), (17), (21), (22), (24), (25), (32), (35) ও (39) লঙ্ঘন করে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে যাতে বিজেএসএ অবিলম্বে সকল সীমারেখা অতিক্রমকারী প্রকাশ্য বিবৃতি বন্ধ করে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল যাতে প্রশাসনিক সতর্কবার্তা প্রদান করে, মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজেএসএ’র কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনে শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণ করে।
অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদি উল্লেখ করেছেন, বিচারব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জনসাধারণের আস্থা রক্ষায় এই নোটিশ জারি করা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্টের কতিপয় আইনজীবী বিচার ব্যবস্থার ভাবমূর্তি রক্ষার্থে এবং নিম্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দের সংঠনের নির্বাহী বিভাগসহ অন্যান্য বিষয়ে পাবলিক ফোরাম এ বক্তব্য দেওয়ার মাধ্যমে আপিল বিভাগের নির্দেশিত কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের কতিপয় আইনজীবী এই ডিমান্ড ফর জাস্টিস নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে আগামী ১৯ তারিখ সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনূরোধ করা হয়েছে এবং অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আজ ডাকযোগে ও ই মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান আব্দুল্লাহ আল হাদী।
]]>

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·