বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারতের বিএসএফের নবচন্দ্রপুর ক্যাম্পে এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানসহ বিজিবি ৯ সদস্যের প্রতিনিধি দল। ৫৬ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমারসহ ৮ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার ও গোয়েন্দা নজরদারির বিষয়ে আলোচনা হয়।
পরে বিজিবি ও বিএসএফের ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ের টিম সীমান্তের ১২৪ নং মেইন পিলার এলাকা ঘুরে দেখেন।
আরও পড়ুন: আটক বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিলো বিএসএফ
দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হন তারা।
]]>