শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি থিম সংটি প্রকাশ করেন।
তিনি বলেন, গত ১৫-১৬ বছরে মানুষ বিজয় দিবস উদ্যাপন করতে পারেনি।
আরও পড়ুন: রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিট পাওয়া যাবে যেভাবে
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, আগামীর পথ মসৃণ নয়। আরও সজাগ ও ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলা করতে হবে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।