আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বৃহস্পতিবার খুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দুপুর গড়িয়ে ১টা থেকে ২টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এ প্রবণতা দীর্ঘস্থায়ী না হলেও গরম ও আর্দ্রতার সঙ্গে মিলেমিশে অস্বস্তি বাড়াতে পারে। দুপুরে তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে বিকেল গড়ানোর পর থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমে আসবে।
আরও পড়ুন: মহানবমীতে খুলনার মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ মো: মিজানুর রহমান বলেন, বুধবারের তুলনায় বৃহস্পতিবার খুলনায় দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে। মূলত মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আবহাওয়ার এ তারতম্য হতে পারে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।
]]>