সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১৫ মে) এ খবর জানিয়েছে।
বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত মন্তব্যে পেজেশকিয়ান বলেন,
তিনি (ট্রাম্প) মনে করেন তিনি এখানে আসতে পারেন, স্লোগান দিতে পারেন এবং আমাদের ভয় দেখাতে পারেন। আমাদের কাছে, শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়ে অনেক বেশি মধুর।
মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো হুমকিতেই মাথা নত করব না।’
আরও পড়ুন: ইরানের তেল রফতানি শূণ্যে নামিয়ে আনার হুমকি ট্রাম্পের
এর আগে, একইদিন রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সাথে একটি চুক্তি করতে চাইলেও, দেশটিকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, তাদের রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে এবং স্থায়ী ও যাচাইযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র অর্জন বন্ধ করতে হবে’।
পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চারটি বৈঠক হয়েছে।
আরও পড়ুন: প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
সূত্র: আল জাজিরা
]]>