বিচ্ছেদ জল্পনা উড়িয়ে সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

৭ ঘন্টা আগে
কান চলচ্চিত্র উৎসব নিয়ে সব দেশের তারকারাই অপেক্ষার প্রহর গুনতে থাকেন। সেই অপেক্ষার পালা শেষ করে সবার নজর এখন ফ্রান্সের দক্ষিণে। শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ। এবারের কান উৎসবে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে এসেছেন। প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন। যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন।


এবার তাকে দেখা গেছে অন্যরকম এক অবতারে। দুধসাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়ল অন্য কিছু। আর তা হলো মাথা ভর্তি সিঁদুর।

 

আরও পড়ুন: মা ভক্ত ৩ বলিউড নায়ক


বি-টাউনের অলিগলিতে কান পাতলেই শোনা যায়, ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।


এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামামাত্রই অনুরাগীরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন। তাকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ।


কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।

 

আরও পড়ুন: এবারও কানের রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া, সঙ্গী হচ্ছেন আলিয়া


প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বরিয়ার কোল আলো করে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি-টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর। 

]]>
সম্পূর্ণ পড়ুন