জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিচারক আশিকুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। রোববার (২২ জুন) এ সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বিচারক আশিকুর রহমান দেওয়ানী মামলা দাখিলে কোর্ট ফি নির্ধারণের ক্ষেত্রে আইন না মেনে সম্পত্তির মোট মূল্যের উপর মোকদ্দমার মূল্যমান (ভেল্যুয়েশন) নির্ধারণসহ স্ট্যাম্প আইন ও মামলার মুলতবি খরচা নির্ধারণ নিজের ইচ্ছে মত করতেন। এতে বিচার প্রার্থীরা অযথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।
এ বিষয়ে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্যান্য আইনজীবীরা আদালত চলাকালীন ওই সব বিষয়ের নির্ধারিত আইন তার সামনে তুলে ধরে সঠিক আইনে মামলা গ্রহণের অনুরোধ জানালে তিনি তা প্রত্যাখান করে আইনজীবীদের সঙ্গে অসৌজন্য ও অসদাচরণ করেন। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক তার আদালত বর্জন করেন। পরে এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভার সিদ্ধান্তে ওই বিচারককে অপসারণ না করা পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দেয়। বিচারক আশিকুর রহমান এর আগেও জেলার মঠবাড়িয়া সহকারী জজ আদালতের বিচারক থাকাকালীন একই ভাবে বিচারকাজ করলে আইনজীবীরা তাকে আইন মেনে বিচারকাজ পরিচালনার অনুরোধ জানালে তিনি তা মানেননি বলে আইনজীবী সমিতি জানিয়েছে।
আরও পড়ুন: আদালত চত্বরে যুবলীগ নেতা মতিনের ওপর হামলা, পচা ডিম নিক্ষেপ
এ ব্যাপারে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার ফারুক আহম্মেদ জানিয়েছেন, পিরোজপুর সদর সহকারী জজ মোহাম্মদ আশিকুর রহমান আইন না মেনে নিজের ইচ্ছানুযায়ী বিচার কাজ করতেন। সে বিষয়ে আইনজীবীরা কিছু বলতে গেলে তিনি তাদের সাথে অসৌজন্য মূলক আচরণ করতেন।
এতে আইনজীবীরা মর্মাহত ও ক্ষুব্ধ হলে আইনজীবী সমিতি ওই সিদ্ধান্ত নেয়। তিনি জানান, সমিতির সিদ্ধান্তের কপি প্রধান বিচারপতির একান্ত সচিব সহ সংশ্লিষ্ট সব খানে পাঠানো হয়েছে।
]]>