বিচারককে হেনস্তা: ব্যবস্থা নেয়ার দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

১ সপ্তাহে আগে
এজলাসে বিচারকের সঙ্গে অসদাচরণের ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানিয়েছে সারা দেশের বিচারকদের এ সংগঠন।

 

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, এই ঘটনার মাধ্যমে শুধু একজন বিচারককে অপমান করা হয়নি বরং গোটা দেশের স্বাধীন বিচার বিভাগের ভিত্তি কেঁপে উঠেছে। বিচারকের স্বাধীনতা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা একটি সভ্য, গণতান্ত্রিক, আইনশাসিত দেশে কাম্য নয়।

 

আরও পড়ুন: বিচারককে হেনস্তা: ৪ আইনজীবীকে শোকজ

 

এতে বলা হয়, এজলাসে অরাজকতা সৃষ্টি, বিচারকের প্রতি হুমকি ও অপমান, বিচারকার্যে অবৈধ বলপ্রয়োগ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে পেশি শক্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেরপক্ষে আদেশ আদায়ের অপচেষ্টা স্পষ্টভাবে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার ওপর আঘাত। বিচারককে অপমান করার ঘটনাকে স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অপতৎপরতা হিসেবে দেখছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

 

আরও পড়ুন: বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল

 

গত শনিবার (১৭ মে) ঢাকার একটি আদালতে জামিন না দেয়ায় বিএনপির আইনজীবীদের হেনস্তার শিকার হন এক বিচারক। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। পরে তিন আইনজীবীকে শোকজ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি।

]]>
সম্পূর্ণ পড়ুন