বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপ শেষে এই মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, ‘বিগত সময়ে চিহ্নিত অনেক শীর্ষ সন্ত্রাসীদের রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। তবে ক্ষমার ফাঁকে যাতে কোনো দাগি আসামি ছাড়া না পান সেটি খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীর ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে একটি কমিটি থাকবে। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত লাগবে।’
আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ: ডা. তাহের
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্যাসিস্টদের বহাল রেখে উচ্চ আদালত কিংবা নিম্ন আদালতে সংস্কার করা যাবে না।’
বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টদের বিদায় না করা গেলে জনগণ সুফল পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
]]>