বিগত ১৭ বছর শিক্ষকরা তাদের সমস্যার সমাধান করতে পারেননি: সেলিম ভূঁইয়া

১ সপ্তাহে আগে
বিগত ১৭ বছর শিক্ষকরা তাদের কোনো সমস্যার সমাধান করতে পারেননি বলে মন্তব্য করেছেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকরা নানা হয়রানি-নির্যাতনের শিকারসহ বহুবিধ সমস্যায় জর্জরিত। শিক্ষকদের পেশাগত যতখানি উন্নয়ন হয়েছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। ১৯৮০ সালে জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে ৫০ শতাংশ বেতন  প্রদান করেন। নতুন প্রজন্মের শিক্ষকরা এটি জানেনও না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি একবারে ৫০ শতাংশ না দিতেন, তাহলে আমাদের ১০ শতাংশের আন্দোলনই এখনো করতে হতো। উনি ৫০ শতাংশ দিয়েছিলেন বলেই এরশাদ সাহেব ক্ষমতায় এসে দুইবারে দিয়েছিলেন ২০ শতাংশ। আওয়ামী লীগ দিয়েছিল ১০ শতাংশ। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইবারে ২০ শতাংশ দিয়ে ১০০ শতাংশ পূরণ করে দিয়েছিলেন। শিক্ষকদের ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা ও অবসর সুবিধা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের হাত ধরে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।


আরও পড়ুন: শিক্ষাখাতে সব বাজেট লুট করেছে আওয়ামী লীগ: সেলিম ভূঁইয়া


সম্মেলনে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রেসিডিয়াম সদস্য মো. ইমরুল কবিরসহ অন্যরা বক্তব্য দেন।


সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক গাজী আহ্সান হাবিব।


সঞ্চালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মীর মনিরুজ্জামান বাবু ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ।

আরও পড়ুন: অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ

পরে কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সমন্বিত তিন সদস্যের কমিটি ঘোষণা করেন। আগামী ১০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন