বিগ ব্যাশে বাবর আজম আবারও ব্যর্থ

৪ সপ্তাহ আগে
বাবর আজমের বিগ ব্যাশে অভিষেক হবে! এই অপেক্ষায় ছিলেন অনেকেই। বাবর পাকিস্তানের সাম্প্রতিককালের সেরা ব্যাটার। অনেক সময় স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন ও বিরাট কোহলির সঙ্গে সমস্বরে উচ্চারিত হয়েছে তার নাম। তাকে ঘিরে মানুষের আগ্রহ থাকাই স্বাভাবিক।

বিগ ব্যাশে বাবর আজমের অভিষেক হয়েছিল গত ১৪ ডিসেম্বর। প্রারম্ভিকতাটা রাঙাতে পারেননি তিনি। ওপেনিংয়ে নেমে সিডনি সিক্সার্সের এই ব্যাটার আউট হন মাত্র ২ রান করে, তাও ৫ বল খেলে। আজ বাবর খেলেছেন দ্বিতীয় ম্যাচ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এই ম্যাচেও জ্বলে উঠতে পারেননি। ১০ বলে ৯ রান করে লুক উডের শিকার হয়ে হতাশ করেছেন নিজের সমর্থকদের।


প্রথম ম্যাচে বাবরের কপালে হার জুটেছিল। হার জুটল আজও। জশ ফিলিপের ৪৬, জ্যাক এডওয়ার্ডসের ৩২ ও মইজেজ হেনরিকসের ২০ রানে ভর করে ৯ উইকেটে ১৫৯ রান তুলে সিডনি। অ্যাডিলেড ১৬০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে হাতে ৪ বল রেখে। ৩ উইকেটে জিতেছে অ্যাডিলেড।


আরও পড়ুন: নিজেদের ভুল স্বীকার করলো স্নিকোমিটার সরবরাহকারী বিবিজি স্পোর্টস


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুধু বাবরকে আউট করেই থামেননি, ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন এডওয়ার্ডস ও বেন ডারশুইসের উইকেটও। জেমি ওভারটনের ২২ রানে শিকার ২। ২টি উইকেট নেন লায়ড পোপও।


অ্যাডিলেড জিতে লিয়াম স্কটের ব্যাটে। ৩২ বলে ৩ চার ও সমানসংখ্যক ছয়ে ৫১ রান করেন তিনি। জেমি ওভারটন ২০ বলে করেন ৩০। বাকিদের মধ্যে লুক উড ১৮, ম্যাথু শর্ট ১৫, জেসন সাঙ্গা ১২ ও আলেক্স রস ১১ রান করেন। জ্যাক এডওয়ার্ডস নেন ২ উইকেট। বাকিরা নেন ১টি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন