২০ এবং ২১ ডিসেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও ক্লাব সদস্য ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের অর্থ সম্পাদক তোহিদুর ইসলাম টিপু। এই নিয়ে দ্বিতীয়বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করল ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব।
ক্লাব সদস্যদের টুর্নামেন্টে পুরুষ একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. বাদশা মিয়া, রানার আপ মো. শাওন শহিদ। পুরুষ দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. রইস উদ্দিন এবং তাহসিন উল ফারহান। দ্বৈত রানার আপ মো. বাদশা মিয়া এবং মো. শাহেদ আলম।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ
বর্তমান শিক্ষার্থীরাও অংশ নিয়েছে টুর্নামেন্টে। সেখানে ছাত্রীদের দ্বৈত বিভাগে জিতেছেন সুমাইয়া ইসলাম কান্তা এবং মরিয়ম খানম। ছাত্রদের মধ্যে দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বিজয় তঞ্চঙ্গ্যা এবং শাহরিয়ার হোসেন।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয় টুর্নামেন্টটি।
]]>