সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে।
দগ্ধ শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।
আরও পড়ুন: মাদারীপুর-১ আসনে বিএনপির স্থগিত মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
জানা যায়, বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ করেন বিএনপির সাবেক সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের কর্মী-সমর্থকরা। পরে টায়ারে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করেন তারা।
এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে এক কর্মীর শরীরে আগুন ধরে যায়। পরে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালের সমর্থনে ট্রেন আটকে বিক্ষোভ
কর্মসূচিতে যোগ দেয়া নেতাকর্মীদের ভাষ্য, অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে রাজশাহী-৩ আসনে দলের জন্য কাজ করেছেন। যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে এই আসনে অন্য একজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তাই যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।
জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।’

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·