পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিল আবরার। বিকেলে একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার।
অনেক খোঁজাখুঁজির পর পরিবার ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আবরারকে কচুরিপানার মধ্যে পাওয়া যাবে। তাদের দেখানো জায়গা থেকে রাত সাড়ে ৯টার দিকে মজাহারের বাড়ির পেছনের কচুরিপানার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ও বৃদ্ধের
বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন বলেন, ‘দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নিহত আবরার ওই গ্রামের ডা. শওকত শরীফের ছেলে।
]]>