বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে এখন থেকে ব্যাংক কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত কোনো বিকল্প পরিচালক দায়িত্ব পালন বা পর্ষদ/পর্ষদের সহায়ক কমিটির কোনো সভায় অংশগ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের ৬ (খ) অনুচ্ছেদ মোতাবেক বিকল্প পরিচালক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক বরাবর প্রয়োজনীয় নথি বা তথ্য দাখিলের নির্দেশনা রয়েছে। তবে নির্বাচিত বিকল্প পরিচালক বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন না নিয়ে শুধু অবহিত করে ব্যাংকের পরিচালনা পর্ষদে অংশগ্রহণ করতে পারেন।

 

আরও পড়ুন: ব্যাংক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

 

ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এখন থেকে ব্যাংক কোম্পানির কোনো পরিচালক বিদেশে অন্যূন ৩ মাস মেয়াদে নিরবচ্ছিন্নভাবে অবস্থানজনিত অনুপস্থিতির কারণে যথাযথ নির্দেশনা অনুসরণ করে বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারবেন। তবে নিয়োগপ্রাপ্ত বিকল্প পরিচালক বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন না নিয়ে বিকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন বা পর্ষদ/পর্ষদের সহায়ক কমিটির কোনো সভায় অংশগ্রহণ করতে পারবেন না।

 

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫ককক (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

 

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন