বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
অভিযানে বিএসটিআই অনুমোদন ও মান সনদ ছাড়া অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে ‘মিতালী ফুডস’-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আরও পড়ুন: বিএফএসএর সতর্কবার্তা / মুগ ডালে অননুমোদিত রঙ ব্যবহার, গ্রহণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
একই আইনে বাজারের ‘ফেমাস বেকারি’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে গরমিল পাওয়া যায় বলে জানানো হয়।
এ সময় প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানসম্মত পণ্য উৎপাদনে সতর্ক করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, সিলেটের একটি টিম, বাজার কমিটির সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·