সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ৭৯ ব্যাটালিন ক্যাম্প কমান্ডার এস এন চৌবিরের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
এতে করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হয় বলেও জানান তিনি।
]]>