বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, তদন্তে অর্থ মন্ত্রণালয়

১ সপ্তাহে আগে
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এ এফ এম শাহীনুল ইসলাম সম্পর্কিত ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর তথ্য ও ভিডিওচিত্রের তদন্তে নেমেছে অর্থ মন্ত্রণালয়।

এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (২০ আগস্ট) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।


কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং পরিচালক (আইসিটি-২ শাখা) মতিউর রহমান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।


অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কমিটি গঠন করা হয়েছে।
 

আরও পড়ুন: ‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান


তদন্ত সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামের ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন