রোববার (০৯ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়ন ‘পথরেখা’ শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। এ অনুষ্ঠাানে অংশ নিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুউদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। রাষ্ট্রের টাকা গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক ও শেয়ার মার্কেটের মাধ্যমে লুট করে খেয়েছে। এই সকল টাকা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে আর এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি।’
শেয়ার মার্কেট থেকে চুরি হওয়া টাকা সংগ্রহ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, বর্তমানে অর্থ উপদেষ্টা থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের ওপর অনেক আস্থা রেখে এ সরকারে বসিয়েছিলাম। কিন্তু তারা আমাদের হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছেন। আমরা কী আপনাদের ওপর এই আস্থা রেখেছিলাম? সমাজের যারা এখনও জ্যেষ্ঠজন রয়েছেন আমরা তাদের সম্মান করি। কিন্তু আপনাদের আমি আগে বলেছিলাম, আপনাদের ঘিলু পরিস্কার করতে হবে। আপনারা এতো পড়াশোনা করলেন, এতা কিছু করলেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার।’
দুইটা আসন দিয়ে এনসিপিকে কিনে ফেলা যাবে বলে মন্তব্য করেন পাটওয়ারী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬― বাংলাদেশের এমন কোনো জগৎ ছিলো না যেখানে দুর্নীতি হয়নি। হাওয়া ভবন তৈরি করা হয়েছিলো। যে লোকগুলো হাওয়া ভবনে ছিলো, পিএস ছিলো, টাকার বান্ডিলগুলো সামলেছে― তারা আজকে মনোনয়ন পেয়ে বলতেছে, আমি জুলাই সনদ বলে কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না।’
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা।
তিনি বলেন, ‘গণভোট করেন, পিআর পদ্ধতি করেন আর অন্য যা কিছুই করেন না কেন― সংবিধানের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। একমাত্র যদি জনগণের নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করে তাহলে গণভোট, পিআরসহ আপনাদের যেসব দাবি আছে সেগুলো হতে পারে।’
যদি সংসদই না হয়, দেশে যদি নির্বাচনই না হয় তাহলে কে এই সংবিধান সংশোধন করবে? এই ক্ষমতা তো জনগণ কাউকে দেয়নি।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·