বৃহস্পতিবার (২০ মার্চ) ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, 'দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবধিবাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে । এ জন্য আমরা ধৈর্য্য ধরছি। সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে, কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।'
আরও পড়ুন: ইসরাইলকে থামাতে ওআইসিকে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াতের
দলের সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, 'দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে । তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।'
স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।
]]>