শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,
একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু বিএনপি হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভাঙার নানান ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনোটি সফল হয়নি বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপিকে কেউ ভাঙিতে পারেনি। দল যেন রাষ্ট্র পরিচালনায় না আসতে পারে সেজন্য একটি বিশেষ মহল বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন,
বিএনপি হঠাৎ করেই উঠে আসেনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এ জায়গায় এসেছে। ওয়ান/ইলেভেনের সময় যে নেতাকে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছিল সেই নেতাই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। এখন নতুন সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার। তাই সবাইকে বিএনপির পাশে দাঁড়াতে হবে।
আরও পড়ুন: দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না: মঈন
বিএনপির মহাসচিব বলেন, আজ যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপনও করেছেন তিনি। অসংখ্য রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। এজন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছেন সেই ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই।
বিএনপি মহাসচিব বলেন,
বিএনপি নাকি ইসলাম ধর্মে বিশ্বাস রাখে না। যারা এসব বলছে তারা মিথ্যা অসত্য এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য বলছে। আপনারা (জামায়াত) এই দেশ যেন স্বাধীন না হয় সেজন্য গণহত্যা চালিয়েছেন। আওয়ামী লীগের সাথে আঁতাঁত করেছিলেন। বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচনও করেছিলেন। এসব ভুলে গেলে চলবে না। বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, অন্যায় নির্যাতনে টিকে থাকা দল। আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে সংগ্রাম করে এ বাংলাদেশে ঠিকে আছি।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।