বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত নেতাকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা

৫ দিন আগে
চট্টগ্রামের রাউজানে বিএনপি দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলীর নেতৃত্বে একটি দল বুধবার (৩০ জুলাই) সকালে ইমপেরিয়াল হাসাপাতালে তাকে দেখতে যান। এ সময় আহত গোলাম আকবর খন্দকারের চিকিৎসার খোঁজখবর নেন এনসিপি নেতারা। দ্রুত তার আরোগ্য কামনা করেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক  তানজিদ রহমান ও টিপু সুলতানসহ আরো স্থানীয় নেতারা।

 

আরও পড়ুন: এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করার অভিযোগে টাঙ্গাইলে বিক্ষোভ

 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের রাউজানে সাংগঠনিক সফরকালে গুলিতে আহত হন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারসহ ২৫ জনের মতো। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন