বিএনপিকে যে বার্তা দিলেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম

২ সপ্তাহ আগে
আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম, অত্যাচার, অবিচার চালিয়েছে ও মানুষের কণ্ঠরোধ করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৪ জুন)  বিকাল সাড়ে ৫ টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে  ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গণসমাবেশে এসব কথা বলেন দলটির সিনিয়র এই নেতা।

 

তিনি বলেন, আওয়ামী লীগ জুলুম করেছে, এখন বিএনপিও সেই কাজগুলো হুবহু করছে। এ পথ থেকে তাদের বেরিয়ে আসতে হবে।

 

এ সময় দেশের সম্পদ লুটপাট করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে তিনি বলেন, বাংলাদেশের টাকা দিয়ে কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করবে, সেটা আর হতে দেয়া হবে না। এমনকি এ দেশকে নিয়ে কোনো ডাকাতি গুন্ডামি করারও সুযোগ হবে না। সেই সঙ্গে গরিব মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

 

আরও পড়ুন: ফ্যাসিস্ট লুটেরাদের বিচার হবেই ইনশাল্লাহ: ফয়জুল করীম

 

মুক্তির মুলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গণ-সমাবেশে প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম হাছিবুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন