বুধবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের দলীয় সদস্য পদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম আনুষ্ঠনিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।
সকল শ্রেণি পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন , আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সেই কাফেলায় সংযুক্ত হতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত নেতাকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা
তিনি বলেন, রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে জনগণের আকাঙক্ষা ধারণ করে। বিএনপি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে।
প্রিন্স বলেন, আওয়ামী দোসর, দুর্নীতিবাজ, লুটেরাসহ সমাজ বিরোধী কাউকে বিএনপির সদস্যপদ দেয়া যাবে না। বিএনপির কেউ এসব অনৈতিক কাজে জড়িত হলে তার ঠিকানাও বিএনপিতে হবে না। কারোর শরীরে কলংকের কালি যেনো না লাগে, সে দিকে দৃষ্টি দিতে হবে।
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব বক্তব্য রাখেন।