বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ কোর্টবাজার এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন দলের মনোনীত প্রার্থী, রাজশাহী মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. কেরামত আলী।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বিএনপি প্রার্থীর পক্ষে ইতোমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোটাররা বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে। কিন্তু যাদেরকে নিজেদের পক্ষে আনতে পারছে না, তাদের জামায়াতের পক্ষে কাজ না করতে হুমকি দেয়া হচ্ছে। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকতে হুঁশিয়ারি দেয়া হচ্ছে।’
বক্তব্যে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী কয়েকটি এলাকায় ভোট কেন্দ্রে আগের রাতেই ভোটারদের হুমকি দেয়া এবং নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
আরও পড়ুন: সুদের টাকার জন্য এক পরিবারের বিরুদ্ধে আ.লীগ নেতার ১৯ মামলা
সভায় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির আজিজ মাহমুদসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
তবে অভিযোগ অস্বীকার করে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি শাহজাহান মিঞা বলেন, অভিযোগটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী এমন কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। বরং তারাই এমন কাজ করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·