বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন, দুই ছাত্রদল নেতা বহিষ্কার

২ সপ্তাহ আগে
ভোলার বোরহানউদ্দিনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব বেপারী ও টবগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তহিন ফরাজি।

শনিবার (২১ জুন) রাতে উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের ঘোষণা দেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাকিব বেপারী ও তুহিন ফরাজির প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

 

 

একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।

 

আরও পড়ুন: রকিব-হুদা-আউয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা

 

এর আগে অভিযুক্ত দেউলা ইউনিয়ন ছাত্রদল সহসভাপতি রাকিব বেপারী ও টবগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা ছাত্রদল। রাকিব ও তুহিনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী।

 

আরও পড়ুন: ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষ মুখোমুখি, সেনা মোতায়েন

 

প্রসঙ্গত, গত ১৫ জুন দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। আহত হন আরও ১০ জন। অভিযোগ রয়েছে ওই হামলায় বহিষ্কৃতরা জড়িত ছিলেন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন