ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ মার্চ) আত্রাই থানা পুলিশ চোর চক্রের সদস্য মো. ছোটন প্রামাণিককে (২৭) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন প্রামাণিক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বগুড়ার কাহালু উপজেলার কালাই গ্রামে অভিযানে নামে পুলিশ। সেখানে মো. আ. গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন
নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারওয়ার আলম জানান, যার গোয়ালঘর থেকে গরু পাওয়া গেছে। তিনি বিএনপি নেতা। তার নাম মো. আ. গফুর শাহ। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, গ্রেফতার মো. ছোটন প্রামাণিকের বিরুদ্ধে এর আগেও আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।