বিএনপি নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন পুলিশ পরিদর্শক

৪ সপ্তাহ আগে
গত ১৩ জুলাই রাতে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজেই সশরীরে হাজির হন সম্প্রতি প্রবাস ফেরত বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান রিপন পেদার বাড়িতে। সেখানে ওসি তদন্ত সুরুজ উদ্দিন বিএনপির ওই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন।

এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায় ফারুক আলম নামের একজন ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন ‘মাসুদুর রহমান রিপন পেদার একটাই গুণ.. সে থানায় যায় না, থানার ওসি তদন্ত স্যার তার কাছে এসে শুভেচ্ছা বিনিময় করেন’
 

এর কিছুদিন আগে তদন্ত ওসির জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে দেখা যায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল শিকদারের সঙ্গে।
 

তদন্ত ওসির এমন কাণ্ড বারবার ফেসবুকে ভাইরাল হলে মুহূর্তেই তৈরি হয় সমালোচনার ঝড়। একজন প্রজাতন্ত্রের কর্মকর্তার এমন কাণ্ডে হতবাক সুশীল সমাজ। তারা মনে করেন দলীয় ব্যক্তিদের সঙ্গে এমন সখ্যতা সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ। পুলিশের প্রতি আস্থা হারাবে সাধারণ মানুষ।
এ বিষয়ে কথা না বলে পালিয়ে যান পুলিশ পরিদর্শক সুরুজ উদ্দিন।

আরও পড়ুন: যুবদল নেতার চাঁদা দাবি: যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, মাসুদুর রহমান রিপন পেদা বলেন, ‘ফুলের মালা দেওয়া বিষয়টি রাজনৈতিক কোনো বিষয় নয়।’


নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচরসহ চাকরি বিধিমালায় এটা সমীচীন নয়।’


জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ড. আশিক মাহমুদ বলেন, ‘এটি পুলিশের শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। এটা আমরা তদন্ত করছি, তবে এটার কোনো সুযোগ নেই।’


পুলিশ পরিদর্শক সুরুজ উদ্দিন এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানায় আসামিদের পিটিয়ে তাদের কাছ থেকে ৭২ লাখ টাকার চেক ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতায় সাময়িক বরখাস্ত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন