বিএনপি নেতা মুশফিকুর রহমানের সমর্থকদের নির্বাচনী শোডাউন

১ সপ্তাহে আগে
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী শোডাউন করেছেন আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ জুন) বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন।


পরে বিএনপির নেতাকর্মীরা মুশফিকুর রহমানের সমর্থনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আখাউড়া সড়ক বাজার থেকে এক বিশাল মিছিল বের করেন। পরে মিছিলটি আখাউড়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মুশফিকুর রহমানের পক্ষে স্লোগান দেয়া হয়।

আরও পড়ুন: ঐক্য ছাড়া কোনো সংস্কারই সফল হবে না: খসরু

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল মুনসুর মিশন, বিএনপি নেতা মো. বিল্লাল খন্দকার, মন্তাজ মিয়া, শাহাদাৎ হোসেন লিটন, ইয়ার হোসেন শামীম, মো. সোহাগ খান, কাজী শরীফ খাদেম, শেখ আমজাদ হোসেন, শফিকুর রহমান প্রমুখ।


 এ সময় বক্তারা বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা আবারো মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এ জন্য আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি। আমরা মনে করি মুশফিকুর রহমানই যোগ্য প্রার্থী। পাশাপাশি তিনিই মনোনয়ন পাচ্ছেন বলে আমরা শতভাগ আশাবাদী।’

]]>
সম্পূর্ণ পড়ুন